সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। ১৫ সেপ্টেম্বর সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার নেবেন সাতক্ষীরার এই তরুণী। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তুলে দেওয়া হবে এই পুরস্কার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর কয়েকটি ক্যাটাগরিতে ১২ জনকে দিচ্ছে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এতে আফঈদা মনোনীত হয়েছেন ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে মনোনীত আরেকজন বান্দরবানের উছাই মং মারমা।
এই পুরস্কারের জন্য যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন তিন জন। শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে দুইজন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে দুইজন এবং জ্যেষ্ঠদের প্রতি আদর্শসেবা ক্যাটাগরিতে তিনজন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
যুব কল্যাণ তহবিল আইন-২০১৬ অনুসারে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড গত কয়েক বছর ধরে দিয়ে আসছে সরকার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]