ইসরায়েলের উত্তরাঞ্চলে ফের রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা রাতভর ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দিশন এবং ডালটনে ইসরায়েলি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে সিরিজ রকেট হামলা চালানো হয়।
এ ছাড়া লেবানন সীমান্তের কাছে শত্রু বাহিনী যেখানে জড়ো হয়েছে- সেখানেও রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।
এর আগে গত সোমবার হিজবুল্লাহ দাবি করে, তারা তেল আবিবের কাছে ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, ইসরায়েলি ভূখণ্ডে অন্তত ১৯০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।
তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]