আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (২২ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক কৃষ্ণনগর এজেন্ট শাখার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বাজারের শত শত ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক এই বুথের মাধ্যমে নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করে থাকেন। তাই বুথটি প্রত্যাহার করা হলে বাজারের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর হোসেন। তিনি বলেন, কৃষ্ণনগর বাজারে প্রায় ৭০০ ব্যবসায়ী নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করছেন। এই বাজারে ইসলামী ব্যাংকের বুথটি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও গ্রাহকদের দ্রুত ব্যাংকিং সেবা দিতে সহায়তা করে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বুথ বন্ধ করা অত্যন্ত অযৌক্তিক সিদ্ধান্ত।
ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, উপজেলার অন্যতম বৃহৎ বাজার কৃষ্ণনগর থেকে বুথ প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এমন সিদ্ধান্ত আশা করিনি।
আরেক ব্যবসায়ী শাহনেওয়াজ সৈকত বলেন, ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, ট্রানজেকশন কম হওয়ার কারণে বুথটি প্রত্যাহার করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবে আমরা প্রায় সময় বুথে গিয়ে টাকা না পেয়ে ফিরে আসি, কারণ সেখানে পর্যাপ্ত অর্থ সরবরাহ থাকে না। অথচ গ্রাহক সংখ্যা অনেক।
তিনি আরও বলেন, বুথে নিয়মিত অর্থ সরবরাহ নিশ্চিত করে এটিএমটি সচল রাখলেই গ্রাহক ব্যবহার আরও বাড়বে। তাই অফিসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বুথটি চালু রাখার আহ্বান জানাচ্ছি।
উপজেলা শহর থেকে দূরবর্তী ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ীরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সুবিধা বিবেচনায় নিয়ে এটিএম বুথটি চালু রেখে ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা বজায় রাখার জন্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]