আসাদুজ্জামান ফারুকী: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি কখনই সম্ভব নয়। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার প্রাপ্য মজুরী পরিশোধের নির্দেশ কেবল ইসলামই দিয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়ার আয়োজনে সীরাতুন্নাবী (সাঃ) উপলক্ষে রিক্সা, ভ্যান চালকদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া উপজেলা মডেল মসজিদের নিচ তলায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মো. মশিউর রহমান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ মসজিদ মিশন এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল বারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক ইমামুল হক, ভ্যান ট্রেড ইউনিয়নের সেক্রেটারি অধ্যাপক মতিউর রহমান, শ্রমিক নেতা মাস্টার আনোয়ার আলী, ক্বারী রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, কামরুজ্জামান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]