ঈদ উপলক্ষ্যে টানা ৮ দিনের ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ২৯ এপ্রিল শুক্রবার থেকে ছুটি শুরু হয়ে পরের শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে।
ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান জানান, পবিত্র ঈদুর ফিতর উপলক্ষ্যে শুক্রবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দরে। আগামী সপ্তাহের পুরো ৮দিনই বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।
৭মে শনিবার থেকে বন্দরের কার্যক্রম আবারও যথারীতি শুরু হবে বলে জানান তিনি।
ভোমরা শুল্ক বিভাগের সহকারি কমিশনার আমীর মামুন জানান, ৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]