
ঈদুল আজহা উপলক্ষে মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নবাসীসহ রাজগঞ্জ এলাকার মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন যশোর জেলা কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম রবিউল ইসলাম রবি।
এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমি মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি।
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই পবিত্র ঈদুল আজহা সমাগত। তাই, পশুর হাট ও ঈদ যাত্রায় যেন মহামারি করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকতে অনুরোধ করছি। মহান ত্যাগের মহিমায় এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।
আল্লাহ যেন আমাদের পৃথিবীকে ভয়াল এই মহামারি থেকে হেফাজত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]