উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের অর্থায়ণে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম।
উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাফিজুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, শ্যামনগর উপজেলা সহকারি কৃষি অফিসার শামছুর রহমান, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ প্রমুখ।
কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল খালেক, সুমতা রানী আর্ঢ্য। মাঠ দিবসের আলোচনা সভা শেষে উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠে যান অতিথিবৃন্দ ও কৃষক-কৃষানীরা। এসময় ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগী পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষ সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। মাঠ দিবসে ৭০ জন কৃষক-কৃষানী অংশ নেয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]