প্রেস বিজ্ঞপ্তি: উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিকাল ৩টায় বুড়াখারাটি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ। তিনি বলেন, “যুব সমাজকে কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তি দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। বর্তমান প্রজন্মের যুবকরাই ভবিষ্যতে দেশের উন্নয়নের প্রধান ভূমিকা পালন করবে।” এছাড়াও তিনি উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের আহম্মেদকে জেলার সেরা যুব সংগঠক নির্বাচিত হওয়ায় গর্ববোধ প্রকাশ করেন এবং তাঁর নেতৃত্বে সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব কুতুবউদ্দীন, জনাব লুৎফর রহমান, জনাব মোস্তাফিজুর রহমান এবং ইউপি সদস্য জনাব আঃ রাজ্জাক। তাঁরা যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় যুব সমাজের ভূমিকা সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। বিকাল ৪টা ৩০ মিনিটে মাড়িয়ালা'য় উদারতার প্রধান কার্যালয়ে উপকূলীয় অঞ্চলের ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে “যুব কণ্ঠ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতি বলেন, “উপকূলের যুব সমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি।” অপর শিক্ষার্থী অপি বলেন, “আমরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় ভুগলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।” সভায় সভাপতিত্ব করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল এবং সঞ্চালনা করেন আবু তাহের। সভাপতির বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় যুবদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। উপকূলের যুব সমাজকে আরও ক্ষমতায়িত করতে আমরা ধারাবাহিকভাবে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।” অনুষ্ঠানে স্বাধীন, দেলোয়ার, ফুয়াদ, পলাশ, রুহান, সুমন, সোহেল, সুমাইয়া, আকাশসহ সংগঠনের সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। দিবস উদযাপনের পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]