প্রেস বিজ্ঞপ্তিঃ উদারতা'র স্বপ্নদ্রষ্টা প্রায়ত আব্দুল্লাহ মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে উপকূলীয় জনপদে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফ্যামিলি হেলথ কেয়ারের পরিচালনায় পুইজালা ব্লাড ব্যাংকের সহযোগিতায় শ্রীউলার পুইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। শনিবার ২৫ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সভাপতিত্ব করেন পুইজালা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদুজ্জামান রানা। ক্যাম্পে অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকরা মেডিসিন, গাইনী ও মা-শিশু বিষয়ে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। পাশাপাশি ফ্যামিলি হেলথ কেয়ারের ল্যাব প্রধান সোহাগের নেতৃত্বে চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ (ব্লাড গ্রুপিং) সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন, ফুয়াদ, দেলোয়ার, শাহিন, সোহেল, সুমাইয়া, রহমত, শামীম, রাশেদ মোস্তাকিম,জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মানবিক সেবার অনন্য এই আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]