পশতু, দারি, আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় পরিচালিত তালেবানের ইন্টারনেট থেকে ওয়েবসাইটগুলো গায়েব হয়ে গিয়েছে।
খবর রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও জেরুজালেম পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকেই ওয়েবসাইটগুলো আর দেখা যাচ্ছে না। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকেও তালেবানি হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে মঙ্গলবার ফেসবুক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, তালেবানরা আমেরিকার আইন অনুযায়ী- ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠন। তাই সংস্থার নিয়ম মেনেই তালেবান সংক্রান্ত যাবতীয় পোস্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]