সাতক্ষীরার কলারোয়ায় “উন্নয়ন পরিষদ উপ” এর মানবাধিকার কর্মী আসমাউল হুসনার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
৫ জুলাই ২০২৩ তারিখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে নারীদের অধিকার রক্ষায় সক্রিয় মানবাধিকারকর্মী আসমাউল হুসনার উপর সন্ত্রাসীরা নৃশংসভাবে মারধর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (আসমাউল হুসনার) দীর্ঘদিন ধরে নারী অধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছিলেন। তিনি অসহয়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের বিভিন্ন ভাবে সাহায্য করতেন এই কারণে স্থানীয় সন্ত্রাসীরা তার ওপর ক্ষুব্ধ ছিল।
গত ৫ জুলাই ২০২৩, উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে উন্নয়ন পরিষদ উপ-এর পক্ষ থেকে আসমাউল হুসনার নেতৃত্বে সুবিধাবঞ্চিত নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ও সেমিনার আয়োজন করা হয়। সেখানে ছয় জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তারা স্বনির্ভর হতে পারেন।
সেমিনার ও মেশিন বিতরণ শেষ হওয়ার পর আসমাউল হুসনাকে ফোন করে মরজিনা বেগম জানান, স্থানীয় আওয়ামীলীগের নেতা মন্টু মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মেশিন পাওয়া নারীদের কাছ থেকে টাকা দাবি করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আসমাউল হুসনা ঘটনাস্থলে যান এবং প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেন। তিনি জানতে পারেন বিষয়টি সত্য। এ ঘটনায় আসমাউল হুসনা প্রতিবাদ করায় তাকে শারীরিক ভাবে আক্রমণ করে আওয়ামীলীগের গুন্ডারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় টিপু নামের এক ব্যক্তি আসমাউল হুসনা ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পুলিশের ভাষ্য, অভিযুক্তরা প্রভাবশালী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ন্যায় বিচারের আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]