শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নের ৫নং পোল্ডারের বাঁধ সংস্কার কাজ চলমান রয়েছে। ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে জিও ব্যাগ ও শুকনা বালু। কিন্তু রাতের আঁধারে চুরির কারণে বরাদ্দকৃত মালামাল পাহারা দিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। গোপন সংবাদের ভিত্তিতে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মরতরা কয়েকটি বাড়ি থেকে উদ্ধারও করেছে অর্ধশতাধিক জিও ব্যাগ।
জানা যায়, উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নের বেড়িবাঁধগুলো ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুল ও আম্পানের তান্ডবে মারাত্মকভাবে ঝুঁকির অবস্থানে দাঁড়িয়ে ছিল। বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নতুনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এলাকার কিছু অসাধু ব্যক্তিদের চুরির কারণে বেড়িবাঁধ সংস্কারে অনীহা প্রকাশ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। তারা বলেন, এলাকার কিছু কিছু অসাধু মানুষের চুরির কারণে আমদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যার কারণে কাজ পরিচালনা করা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা আরও বলেন, গত ১১ মার্চ দিবাগত রাতে কর্মস্থল থেকে আমাদের জিও কাপড়ের বেডের রোল ও বহু জিও ব্যাগ চুরির ঘটনা ঘটলে সকালে পূর্ব কৈখালী গ্রামের আব্দুল আজিজের পুত্র ফজর আলি (৪২) নামের এক ব্যক্তির ঘরের মধ্যে ধানের আড়তের ভিতর থেকে অর্ধশতাধিক জিও ব্যাগ উদ্ধার করা হয়। বিষয়টি অভিযুক্ত ফজর আলির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা জিও ব্যাগগুলো পেয়েছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (এসও) মো: মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন আমাকে বিষয়টি জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বিষয়টি আমি আমার উপর মহলে জানিয়েছি। এদিকে চলমান কাজে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি।-পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]