ক’দিনের টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাটির রাস্তা হাঁটু পানিতে ডুবে আছে। সকাল থেকে শুরু গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ্যে প্রসূতীকে নিয়ে দু’ঘন্টার নৌ-পথ পাড়ি দেয়ার মধ্যে বিপদের ঝুঁকি। বাধ্য হয়ে ওই নারীর পরিবার শরনাপন্ন হয় দুর্গম জনপদের অসুস্থ মানুষের জন্য উপহার পাওয়া ওয়াটার এ্যাম্বুলেন্সের। প্রায় ১৫ কিলোমিটার নৌ-পথের অর্ধেক পার হতেই তীব্র ব্যথা অনুভুত হয় প্রথমবার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া লামিয়ার। সাথে থাকা পল্লী চিকিৎসক আকবর হোসেন ও ধাত্রী ফাতিমা খাতুন তৎপর হয়ে ওঠার কয়েক মিনিটের মধ্যে মাঝনদীতে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন খোলপেটুায় নদীতে। সদ্যজাত শিশুসহ তার মাকে এসময় ওয়াটার এ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন আর জরুরী চিকিৎসা সামগ্রীর সহায়তা প্রদানে এগিয়ে আসেন চালক মাসুম বিল্লাহ। প্রায় তিরিশ মিনিট মাঝনদীতে অপেক্ষার পর উভয়ে সুস্থ থাকায় পরিবারের সদসরা মা ও সন্তানকে নিয়ে উল্টো যাত্রা করে।
সদ্যজাত শিশুর নানা মামুন হোসেন জানান, পাতাখালী থেকে নওয়াবেঁকী যাওয়ার একমাত্র কাঁচা সড়ক পানির নিচে। আকস্মিক ব্যাথা শুরু হলে দুশ্চিন্তায় পড়েছিলেন তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]