‘উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পুনঃবাসন ও ভূমিহীন নামধারী চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে শহরের চালতেলা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর ভূমিহীন সমিতি। বুধবার (০২ জুন) সন্ধ্যায় চালতেতলা মোড়স সংলগ্ন সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের ভূমিহীনরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাতক্ষীরা একটি শান্তিপ্রিয় জেলা। এই জেলায় হাজার হাজার ভূমিহীন পরিবার রয়েছে। ওই ভূমিহীনদের একাংশ আশাশুনি, শামনগর, কালিগঞ্জ ও দেবাহাটা উপজেলার বিভিন্ন প্রান্তে বসবাস করছে। সম্প্রতি ইয়াস নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ওই ভূমিহীন পরিবারের লোকদের বসবাসের জায়গা সংর্কীণ। সেই অবস্থাকে পুঁজি করে জেলার ভূমিহীন নামধারী চাঁদাবাজ, প্রতারক ও বিভিন্ন মামলার আসামীরা তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জনশ্রুতি আছে। ওই চাঁদাবাজদের গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পুনঃবাসন ও উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা।
পৌর ভূমিহীন সমিতির সহ-সভাপতি কুরবান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, জেলা প্রতিবন্দ্বী পুনঃবাসন সমিতির মহাসচিব আবুল কালাম, পৌর ভূমিহীন সমিতির সহ- সভানেত্রী নুর জাহান সাদিয়া, সাধারণ সম্পাদক পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ভূমিহীন নেতা, শফি, আইয়ুব আলী প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]