নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব সফল করতে কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্লের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ডলীর সদস্য কাজী গুলশান আরা, দিলীপ কুমার মন্ডল দিব্যানন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, অর্থ সম্পাদক একোব্বর হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য কবি গাজী হাবিব, বিশতম কবিতা উৎসবের প্রধান সমন্বয়ক হেলাল সালাহউদ্দীন, মো. রবিউল ইসলাম, সুকুমার মন্ডল প্রমুখ।
'বৈষম্যের বিরুদ্ধে কবিতা' স্লোগানকে প্রতিপাদ্য করে সভায় বিশতম কবিতা উৎসব সফল করতে কার্যনির্বাহী কমিটির এ সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। কবিতা উৎসবের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। সারাদিন ব্যাপী জেলার ৭ উপজেলার কবিদের স্বরচিত কবিতা পাঠ ছাড়াও দেশের বিশিষ্ট তিনজন ব্যক্তিকে প্রতিবারের ন্যায় এবারও উৎসব মঞ্চে 'কবিতা পরিষদ পুরস্কার-২০২৪' প্রদান করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]