কলারোয়ায় এইচএসসি পরীক্ষা-২২' প্রকাশিত ফলাফলে কলারোয়া সরকারি কলেজে ১৫৬ জন পরীক্ষার্থী এ (+) প্লাস গ্রেডে উত্তীর্ণ হয়ে শীর্ষ স্থান দখল করেছে।
জানা গেছে, বুধবার সারাদেশ ব্যাপি যশোর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ বিভিন্ন বোর্ডের এইচ এস সি-২২' পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ থেকে ৩০ জন এ প্লাস গ্রেডে উত্তীর্ণ, সোনার বাংলা কলেজ (সোনাবাড়িয়া) থেকে ৩০ জন এ প্লাস, বেগম খালেদা জিয়া কলেজ থেকে ২৭ জন এ প্লাস, চন্দনপুর কলেজ থেকে ১৫ জন এ প্লাস, হাজী নাসির উদ্দীন কলেজ (ছলিমপুর) ১১ জন এ প্লাস, কাজীরহাট কলেজ থেকে ৭ জন এ প্লাস, বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে ৪ ছাত্রী এ প্লাস ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ থেকে ১ জন এ প্লাস গ্রেডে উত্তীর্ন হয়েছে বলে স্ব স্ব কলেজ সূত্রে জানা যায়।
এদিকে, কলারোয়া আলিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী এ প্লাস পেয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]