চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
তবে ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত করা গেলেও ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।
এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২২ জুন) ফরম পূরণের শেষ দিন ছিল। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।
আগামী ২২ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে দেশে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হলে এবং দ্রুত চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ না এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]