মৎস্যঘেরে পানি সরানোর জন্য যে সরু ড্রেন কাটা হয় সেই ড্রেনে শুয়ে ছিলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম। এই ড্রেনের পাশেই বোরকা পরিহিত অবস্থায় ঘুরাঘুরি করেন তিনি। স্থানীয়রা তাকে ভেবেছিলেন পাগল। কিন্তু র্্যাব-৬ এর গোয়েন্দা তৎপরতায় ধরা পড়েন সাহেদ। ছবিতে যে জায়গাটি দেখা যাচ্ছে এখান থেকেই র্্যাব সদস্যরা সাহেদকে ধাওয়া করলে তিনি র্্যাবকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছিলেন। কিন্তু র্্যাবের প্রশিক্ষিত সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। সীমান্ত সূত্র জানায়, সাতক্ষীরার দেবহাটার শাঁখরা কোমরপুর ব্রিজ সংলগ্ন খালের ভিতর মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের ড্রেনের পাশে বোরোকা পরিহিত পাগল বেশে ছিলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ করিম। সীমান্তের ইছামতি নদী পেরিয়ে চোরাই পথে তিনি কোলকাতা যাবার জন্য নৌকার অপেক্ষা করছিলেন বলে সূত্র জানায়।
কিন্তু র্্যাব-৬ এর অভিযানে সাহেদ করিমের কোলকাতা যাওয়া হলো না। অবশেষে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে উড়ে যেতে হলো ঢাকায়।
সূত্র: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]