কলারোয়ার কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠটি একটি কালভার্টের অভাবে পুকুরে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, একটু বৃষ্টি হলেই খেলার মাঠটিতে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। তখন মাঠটি আর খেলার উপযোগী থাকে না।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পানি জমে থাকলেও এখনও পর্যন্ত কোন জনপ্রতিনিধি বিষয়টি নজরে আনেননি।
দ্রুত খেলার মাঠের উত্তর পাশের রাস্তায় একটি কালভার্টের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেনে হাবিল বলেন, বিষয়টি আমি জেনেছি। যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]