করোনার এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্তও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৭ জন ডেঙ্গি রোগী সারা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন এই আক্রান্তদের মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ২২১ জন শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার বিকালে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকার ১০০৪ জন ও সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (৪ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে সর্বমােট রােগী ভর্তি হয়েছিল ৩ হাজার ৬৮৩ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৬১৭ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গেুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদফতর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]