দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন মানুষ। এর মধ্যে শুক্রবার (৮ মার্চ) দুপুরে বাসের ধাক্কায় ৭ জন এবং ফরিদপুরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা সাতজন নিহত হন। এতে আহত হয়েছেন ১০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান।
গুরুতর আহতদের বরিশাল শেরে বাংলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুমুরদী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরগুনা জেলার তালতলি থেকে ঢাকার আব্দুল্লাহপুরের উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস (যার রেজি নং- ঢাকা মেট্রো ব- ১২-৩০২০) বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত আরেক যাত্রী নিহত হন।
এ দুর্ঘটনায় ঢাকা-বরিশাল রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]