করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৯৮৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৮৫। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি। গত একদিনে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৮৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]