মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে যশোরের ৫ থানা ওসি কে বদলি করেছে।
মনিরামপুর, ঝিকরগাছা, শার্শা, বেনাপোল ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় রদবদল করেছেন।
তারা হলেন,(১) মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে অভয়নগর থানা থেকে মনিরামপুর থানায় দেওয়া হয়েছে, (২) মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামানকে শার্শা থানায় দেওয়া হয়েছে, (৩) শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম আকিককে অভয়নগর থানায় দেওয়া হয়েছে, (৪)ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়েছে এবং (৫) বেনাপোল পোট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া কে ঝিকরগাছা থানায় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকের সম্মতিক্রমে ৩৩৮ পুলিশ পরিদর্শককে তাদের নামের পাশে বদলি/পদায়ন করা হলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]