মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনাকে ছড়িয়ে দিতে আজ সকালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সদরের ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্তিত ছিলেন ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন শিক্ষক আজিজুল ইসলাম,হাবিবুর রহমান, রুহুল আমিন বাবলু,সুলাইমান হোসেন,মাওলানা শামসুর রহমান, অফিস সহকারী আব্দুর রশিদ, শামীম রেজা,হাফিজা, তাজমীর হোসেন সহ সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ।
এসনয় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতা তাদের নিজেদের জাতিসত্তা ও নিজস্ব ভাষা কে প্রতিষ্টিত করার জন্য শহীদ হয়েছিলো। সালাম রফিক শফিক আবুল বরকত সহ নাম না জানা আরো অনেকে রক্ত দিয়েছিলো তার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা তাই তো আমরা বলি সালাম সালাম হাজার সালাম লাখো শহীদের অন্তরে।আমরা সবাই শুদ্ধ বাংলা ভাষাচর্চা করব।
শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]