কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এক উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার গাফিলতিতে এক খামারির ছাগল ও শাবক মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি ওই কর্মকর্তার নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগের বিবরণে জানা যায়, কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের মিঠু হোসেন পেশায় দিন মজুর। সম্প্রতি তিনি তার নিজ বাড়িতে অল্প পুঁজিতে একটি ছাগল কিনে লালনপালন করার পর শাবকসম্ভবা হয়। গত শনিবার ওই ছাগলের স্বাভাবিকভাবে একটি শাবক ভূমিষ্ঠ হয়। আরেকটি শাবক স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ না হওয়ায় উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাজেেবুরের নিকট নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি দেখেশুনে বলেন, ছাগলের পেটে কোন শাবক নেই। পরে তিনি ছাগলকে সুস্থ করে তোলার জন্য পরপর দুইটা ইনজেকশন পুশ করেন। এরপর ছাগল বাড়িতে নিয়ে আসার পর রাতে ছাগলটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। সোমবার (নভেম্বর ১৮) সকাল ৬ টার দিকে ছাগলটি মারা যায়। পরে মারা যাওয়া ছাগলের পেট চিরে দেখা যায়, পেটে আরেকটি বাচ্চা রয়েছে।
এ বিষয়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাজেবুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁর ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগ সঠিক নয় বলে মুঠো ফোনটি কেটে দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, একটি ছাগল মারা যাওয়ার বিষয়ে একজন খামারির একটি অভিযোগ পেয়েছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]