এক যুগেরও বেশি পর কলারোয়ায় আবারো হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ওই মাহফিল আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি কমিটিও গঠন করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে কলারোয়া ইসলামি পাঠাগার ও যুব কল্যান পরিষদের সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে তাফসির মাহফিল কমিটির সাধারণ সভায় জানানো হয়- দীর্ঘ ১৩ বছর পরে নতুনভাবে স্বাধীন বাংলার স্বাধীন পরিবেশে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কলারোয়া ফুটবল ময়দানে আগামি অক্টোবর মাসের শেষ দিকে ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। মাহফিলের জন্য সম্ভাব্য প্রস্তুতি নিতে নবসাজে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামি পাঠাগার ও যুব কল্যান পরিষদের দায়িত্বশীল, কলারোয়া বাজার কমিটি ও ইসলামি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীকে সভাপতি করে কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ.সভাপতি- আলহাজ্ব কাজী শামসুর রহমান, আলহাজ্ব শেখ মোজাম্মেল হোসেন মানিক, শওকত হোসেন ও মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, যুগ্ম সম্পাদক- রমজান আহমেদ, শহীদুল ইসলাম, ফারুকুজ্জামান, মীর রফিক ও মহিদুল ইসলাম, অর্থ সম্পাদক- জারজিস হাসান মনু, ইকবাল হোসেন, গণসংযোগ সম্পাদক- আলহাজ্ব আশরাফ আলী বাবু, আলহাজ্ব রফিকুজ্জামান লালটু, সাইফুল ইসলাম বাবু, আজিজুল হক বাবু ও হাফেজ আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক- ইমরান হুসাইন, প্রচার সম্পাদক- হাফেজ ইমাম হাসান, সাহেব আলী এবং মিডিয়া সম্পাদক- আরিফ মাহমুদ।
সভায় মাহফিল আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]