বড় ব্যবধানে হারলেন ট্রাম্প আর জিতলেন বাইডেন। নির্বাচন শেষ হলেও রয়ে গেছে নানা গুঞ্জন। ভোট কারচুপির অভিযোগ আনলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, নির্বাচনের পর জনসম্মুখে একেবারেই আসেননি ট্রাম্প। কথা বলেছেন কেবল টুইপের মাধ্যমে। এক সপ্তাহ পর আসলেন জনসম্মুখে।
দেশটির সশস্ত্র বাহিনীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর দিবস ভেটারেনস ডে’র অনুষ্ঠানে অংশ নিতে বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের আর্লিংটন সামরিক কবরস্থানে যান ট্রাম্প। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার সঙ্গে ছিলেন। তবে, এ সময় কারও সঙ্গে কথা বলেননি ট্রাম্প।
অপরদিকে, জো বাইডেন ভেটারেনস ডে’র অনুষ্ঠানে অংশ নেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়।
উল্লেখ্য যে, বাইডেন জিতলেও পরাজয় মানতে নারাজ ট্রাম্প। তবে সাংবিধানিকভাবে আগামী জানুয়ারির ২০ তারিখে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প এই আনুষ্ঠনিকতার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা এই নিয়ে মার্কিন জনগনসহ সারা বিশ্বের সচেতন মানুষের মাঝে কাজ করছে শঙ্কা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]