এগিয়ে চলার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমরা নিরপেক্ষ নই বরং সত্যের পক্ষে। বস্তুনিষ্ঠতার ব্যাপারে আমারা দলমত ও ব্যাক্তির উর্ধ্বে। সত্য প্রকাশে জনতার মিছিল কখনো কারও কাছে মাথানত করবে না।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে সাপ্তাহিক জনতার মিছিল’র প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি জনতার মিছিল পত্রিকাকে আরো এগিয়ে নিয়ে যেতে। সেই ধারাবাহিকতায় আজকের আমাদের এই প্রতিনিধি সম্মেলন। করোনা মহামারির কারণে আমরা বড় পরিসরে আয়োজনটা করতে পারিনি তবে আমাদের আগত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি আরো সুন্দর এবং গোছালো হবে ইনশাআল্লাহ।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুফান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজির কামাল তমাল।
তিনি বলেন, গণমানুষের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরার মাধ্যমে সাপ্তাহিক জনতার মিছিল ইতিমধ্যেই জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। জনতার মিছিলের বস্তুনিষ্ঠতার কারণে দিনে-দিনে পত্রিকাটি আরও জনপ্রিয় হয়ে উঠছে। তিনি আরও বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক। তারা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া তথ্যগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে আমাদেরকে সময়ের সাথে আপডেট থাকতে সহযোগিতা করেন। তবে মাঝে-মাঝে আমরা কিছু ভিত্তিহীন ও বানোয়াট সংবাদও লক্ষ্য করি। এ ধরনের সংবাদ একটি জীবন, পরিবার তথা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংবাদকর্মীদের কোন সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে।
জনতার মিছিল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান বলেন, আমরা সত্য ও সুন্দরের পক্ষে সব সময় কাজ করে যাচ্ছি, আমরা আরও অনেক পরিকল্পনা অনুযায়ী যেমন মাসিক ভালো কাজ-Monthly Good Deeds নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার মিছিলের সম্পাদক মণ্ডলীর সভাপতি জিএম কামরুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক মো. জাহাঙ্গীর আলম কবির, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার এড. এবিএম সেলিম, জনতার মিছিলের সহ-সম্পাদক মনিরুজ্জামান মনি, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, জনতার মিছিলে বার্তা সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম বার্তা সম্পাদক শাহরিয়ার হোসেন, মফস্বল বার্তা সম্পাদক জাহিদ হোসেন, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও জনতার মিছিলের স্পেশাল প্রতিনিধি আতিকুজ্জামান শাহেদ, অনলাইন বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল, সাতক্ষীরা টুডে’র সম্পাদক আবু হুরায়রা।
আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আকবর আলীএক্সপ্রেস নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সোহরাব হোসেন সৌরভ, একুশে নিউজের জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আপন, কাফেলার স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী, জনতার মিছিল বিশেষ প্রতি ইব্রাহীম খলীল, বিশেষ প্রতিনিধি সানজিদুল হক, সাইফুল কোভিদ মিন্টু, খুলনা প্রতিনিধি রিয়াদ হোসেন, কেশবপুর প্রতিনিধি ইমরান হোসেন, সাংবাদিক মামুন হোসেন, সাংবাদিক আব্দুর রউফ, ইকবাল, আরিফ প্রমুখসহ পত্রিকার বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সাংবাদিক নাজমুল ইসলাম মাহী।
এবছর সেরা প্রতিনিধিদের মাঝে বিভিন্ন পুরষ্কার দেওয়া হয়।
উল্লেখ্য জনতার মিছিল পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি হিসাবে সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হিসাবে ডা. আবুল কালাম বাবলা সাহেব দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন ভাবে পত্রিকা পরিচালনা করার ব্যাপারে সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]