কলারোয়ায় হেলাতলা উইনিয়নের ভ্যানচালক অসহায় এতিম শিশু ফাহিম ও তার অসুস্থ মায়ের পাশে দাড়িয়েছেন মানবিক কলারোয়া ফাউন্ডেশন।
ফাহিম হোসেন কলারোয়ার হেলাতলা ইউনিয়নের শুভম্করকাটি গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে। বয়স ১২/১৩ বছর হবে। সে জানায়- ক্যানসার, বুকের ব্যাধি, দুরারোগে হার্ণিয়া রোগে অসুস্থ হয়ে তার বাবা মৃত্যুবরণ করেন। অন্যদিকে মা কর্মসূচির কাজ করলেও অসুস্থতার কারণে এখন আর কিছু করতে পারেন না। মায়ের চিকিৎসা খরচ ও সংসার চালানোর জন্য নিজেই বাবার ভ্যান হাতে তুলে নিতে হয়। বর্তমানে ভ্যানগাড়িটি নষ্ট হয়ে বিকল অবস্থায় পড়ে আছে। এমতাবস্থায় ফেসবুকে আমাদের কলারোয়া গ্রুপে পোস্ট দেখে মানবিক কলারোয়া ফাউন্ডেশন তাদের নিজস্ব অর্থায়নে আজকে সকালে শিশু ফাহিমের বাড়িতে যেয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ফলমূল ও শুকনা খাবার এবং নগদ অর্থ শিশু ফাহিমের মায়ের হাতে তুলে দেন। এবং আশ্বাস দেন আগামী দিনেও কলারোয়া মানবিক ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।’
সেসময় উপস্থিত ছিলেন মানবিক কলারোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ, সহ-সভাপতি মেহেদি হাসান শিশির, যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান তানভীর, প্রচার ও সমাজসেবা বিষক সম্পাদক এ এস এম নাসিম, অর্থবিষয়ক সম্পাদক তানভীর ইসলাম রিদয়, সহ-সাংগঠনিক সম্পাদক অমিত পাল, সদস্য আজাদ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]