নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক তত্বাবধানে দু’দিনব্যাপী খুলনা জেলার ৫০টির অধিক কলেজের শিক্ষকদের অনলাইন শিক্ষা কার্যক্রমের উপর ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এনইউবিটি খুলনার রেজিস্ট্রার, ড. মো: শাহ আলম।
এ সময় তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম বিস্তারে পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে এনইউবিটিকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক এস.এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মো: রবিউল ইসলাম।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]