নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে বাংলদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজনা করা হয়।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী বিএল কলেজ এর বাংলা বিভাগের সাবেক বিভাগীয় বিভাগীয় প্রধান ও এনইউবিটি খুলনার বাংলা বিভাগের উপদেষ্ঠা প্রফেসর আব্দুল মান্নান।
সেসময় তিনি বলেন, ‘বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মানবতার কবি নজরুল সকল জুলুম,নিপীরন,বিরুদ্ধে এবং সাম্য ও অধিকারের জন্য তিনি কবিতা, গান, প্রবন্ধ ও উপন্যাসের মধ্যদিয়ে সোচ্ছার হয়েছিলেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. আনোয়ার হক জোয়াদ্দার।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনইউবিটি খুলনার মার্কেটিং এন্ড ব্যান্ডিং এর সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]