নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ দিবস পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. আনোয়ার হক জোয়াদ্দার। তিনি বলেন, তরুণরা জাতির ভবিষ্যৎ। সেই তরুণদের মধ্যে বেশি বেশি বঙ্গবন্ধুর চেতনাকে জাগ্রত করতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী হিসেবে গড়তে পারবো আমরা।
পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের প্রিন্সিপাল অফিসার রাশিদুল ইসলাম সবুজ এর সংঞ্চালনায় ও রেজিস্টার ড. মো:শাহ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]