নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনায় সাইন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ফল ওরিয়েন্টেশন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনের মাধ্যমে এনইউবিটি খুলনায় ভার্চুয়ালভাবে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু মো. ইউসুফ আব্দুল্লাহ।
তিনি শিক্ষার্থীদেরকে শুধু মূল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরের জগৎ সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করেন এবং সুনাগরিক হয়ে বাংলাদেশ এবং পৃথিবীর বুকে নিজেদেরকে প্রস্তুত রাখার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, প্রফেসর ড. আনোয়ার এইচ জোয়ারদার।
এসময় আরও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এডভাইজার মো. রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুদ্দিন মো. মারুফ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]