মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দ্রুত স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমীতে (বিএনসিসি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ট্যানেলের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেক হক আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের তালিকা এবার সংসদে পাশ হবে এবং তার পরেই এবছরেই তাদের নাম প্রকাশ করা হবে।
তিনি বলেন, জনগনই সকল ক্ষমতার উৎস্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগনের নেতা ছিলেন।
এছাড়া বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, এই সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]