দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজে এবারই প্রথম শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল (১ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১০ টায় সরকারি কলেজ চত্বরে ওই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, কলেজে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণী ও বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ৮টি স্টলে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা শোভা পাবে। পিঠা স্টলে পুলি পিঠা, দুধ পুলি, পাটি সাপটা, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, গোকুল পিঠা, নারকেল পিঠা সহ হরেক রকমের পিঠা শোভা পাবে বলে জানা যায়। পিঠা উৎসবের আয়োজনের ব্যাপারে কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য তুলে ধরতে কলারোয়া সরকারি কলেজে এবারই
প্রথম পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, কালের বিবর্তনে শীতের পিঠা পুলির ঐতিহ্য বিলুপ্তির পথে। নানা ধরনের পিঠা পুলির সাথে এ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়াই এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য। আগামী বছর আরো বড় পরিসরে এই পিঠা উৎসবের আয়োজন করা হবে তিনি জানান। তিনি বাঙ্গালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রসারিত ও জনপ্রিয় করে তুলতে আগামীকাল ১ ফেব্রুয়ারী কলেজ চত্বরে অনুষ্ঠিতব্য শীতকালীন পিঠা উৎসবে সকলের অংশগ্রহনে উৎসবের সাফল্য কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]