ক্যারিবীয় দ্বীপের জাঁকজমকপূর্ণ টি-২০ টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব। এমনটাই খবর সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে সিপিএল। ৬ দলের সিপিএলে চলছে দল গোছানোর কাজ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অংশগ্রহণকারী দলগুলো নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে।
এর আগেই সাকিবের জায়গা নিশ্চিত হয়ে গেছে সিপিএলে। আগেও জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে খেলেছেন টাইগার অলরাউন্ডার। সেবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও আছে তার। করোনা মহামারির কারণে এবারের আসরও নির্দিষ্ট একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]