তালার শাহাপুরে রিপন সরদার নামের এক আওয়ামীলীগ কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। সে ওই গ্রামের মোমিন উদ্দীন সরদারের ছেলে।
বাংলাদেশ আওয়ামীলীগের ৬নং তালা সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস বলেন- রিপন ও তার পরিবার আওয়ামীলীগের সক্রিয় সদস্য। রিপন আ.লীগ পরিবারের সন্তান। তাকে হয়রানী করার জন্য এই মামলায় নাম জড়ানো হয়েছে।
তিনি রিপনের নাম মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জুলফিকার গাজী বলেন- আমি রিপনকে ব্যক্তিগত ভাবে চিনি। সে আওয়ামীলীগ পরিবারের সন্তান। তাকে হয়রানী করকে কেউ তালা থানা পুলিশকে ভুল বুঝিয়ে নাশকতা মামলায় নাম ঢুকিয়ে দিয়েছে।
তিনি এই মামলা হতে অব্যহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কমানা করেছেন।
আওয়ামীলীগকর্মী রিপন সরদার বলেন- তালা থানার এসআই রাজীব সরদার এই মামলার বাদীকে ভুল বুঝিয়ে তার নামে নাশকতা মামলায় জুড়িয়ে দেয়। যার মামলা নং-০২(১১)২৩। এই মামলায় এজাহার নামীও ১৩জন আসামী ছাড়াও ২০০/২৫০জন অজ্ঞাত নামীও আসামী রয়েছে।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন-তালা থানার এসআই আবুল হাসান সিকদার।
এদিকে এলাকাবাসী হয়রানীমূলক মামলা থেকে রিপনকে অব্যহতি দেয়ার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]