হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আগষ্ট মাস ব্যাপী কর্মসূচি পালনের লক্ষ্যে কলারোয়ার একমাত্র আধুনিক সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ফাউন্ডেশান একাডেমি কলারোয়ার আয়োজনে নানা ধরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ১০ টার সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে একাডেমির প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেঁটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় শোক দিবস কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ, এম রোকনুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির সহ: প্রধান শিক্ষক শেলী আহম্মদ, শিক্ষক সুমন হোসেন, শাওন হোসেন, খালেদা আক্তার বৃষ্টি, আ: হান্নান, ইতি রাণী, শারমিন সুলতানাসহ সকল শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে ডিজিটাল পর্দায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শণী এবং স্থির চিত্র শিক্ষার্থী ও উপস্থিত সকলকে দেখানো হয়।
প্রধান শিক্ষক বলেন, মাস ব্যাপী এই কর্মসূচিতে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি, চিত্রাংকন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলাচনা, বঙ্গবন্ধুর শৈশাবকাল ও রাজনীতি, বঙ্গবন্ধুকে চেনা ও জানা।
কলারোয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব এস, এম জাকির হোসেন বলেন, কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে জন্ম নেওয়া জাতীর এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান এই জনপদে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস এবং ঐতিহ্য নতুন প্রজন্মকে জানাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে দিয়েছেন শহীদ মিনারসহ নানা ধরণের উপকরণ। উপজেলার একমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটিও তিনি নির্মান করে দিয়েছেন নিজের অর্থায়নে।
এ ছাড়া ২০১৮ সালে উপজেলার শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর কল্যাণে ভূমিকা রাখতে গড়ে তুলেছেন পৌরসভার অভ্যন্তরে নয়নাভিরাম চারতলা বিশিষ্ঠ তিনটি স্কুলের ভবণ। যার প্রতিটি ক্লাস রুম ডিজিটাল মাল্টিমিডিয়া সম্বলিত। যেখানে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি রবীন্দনাথ চর্চা, নজরুল চর্চাসহ সাংস্কৃতিক চর্চার সকল বিভাগ আছে। এছাড়া এই প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষার্থীদের জন্য নানাবিধ বই এর সমারোহে বিলাসবহুল লাইব্রেরী ও সুরক্ষিত কম্পিউটার ল্যাব।
তিনি আরও বলেন, এই সূর্য সন্তান ক্রীড়া ক্রেত্রেও উপজেলায় রেখেছেন অনাবদ্য অবদান। তিনি যেন আরও সুদীর্ঘকাল কলারোয়াবাসীর সেবা দিয়ে যেতে পারেন সে জন্য পরমকরুণাময়ের নিকট তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন এলাকার নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]