রফিকুল আলম, বিশেষ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছে।
বুধবার সকাল ১১টায় স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক, সাতক্ষীরা এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করে। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল স্বাক্ষরিত এই স্বারকলিপিতে ৪টি সুনির্দিষ্ট সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানসহ স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবি জানানো হয়।
নন এমপিও শিক্ষক-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাবলীঃ
১. শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার।
২. কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন।
৩. এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া, সরকার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন। দুঃখের বিষয়, বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন।
৪, প্রতিবছর বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিও ভুক্ত করণ বন্ধ রাখা হয়।
স্বারকলিপি প্রদানের সময় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]