২০২৪ সালের এসএসসি পরীড়্গায় দেশ সেরা যশোর বোর্ড, বোর্ডের সেরা সাতক্ষীরা জেলা। জেলার কালিগঞ্জ উপজেলার আওতাধীন বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কালিগঞ্জ উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যে কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে থেকে মোট পরীক্ষার্থী ১৫জন, কেউ জিপিএ-৫ পায়নি। তারালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩০জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মোট ৩২জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২জন এবং বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৬৯জন, জিপিএ-৫ পেয়েছে ১১জন, জিপিএ-৪ পেয়েছে ৪৮ জন।
এ বিষয়ে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আšত্মরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রাšিত্মলগ্নে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]