ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: ২০২৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন দেবী চৌধুরী। সে গোপালগঞ্জ সদরে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারের শিক্ষার্থী।
মেয়ের এমন সাফল্যে খুশি দেবীর পিতা-মাতা, স্কুলের শিক্ষক সহ কোচিং-এর পরিচালনা পর্ষদ। দেবীর পিতা স্বপন চৌধুরী অনাদী বলেন, "আমার মেয়ের এমন সাফল্যে আমি ভীষণ খুশি। ওর স্কুলের শিক্ষক, বিশেষ করে গ্লোবাল কোচিং-র পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা সার্বক্ষণিক আমার মেয়েকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছেন। আমার মেয়ে ভবিষ্যতে বড় সরকারি অফিসার হতে চায়। সকলে দেবীর জন্য আশীর্বাদ করবেন।"
এবিষয়ে গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক জনাব জাহাঙ্গীর কবির টিপু বলেন, "দেবী অত্যন্ত মেধাবী ছাত্রী। সে লেখাপড়ায় খুবই মনোযোগী এবং আচার-আচরণে মার্জিত। চেষ্টা করেছি নিজের সন্তানের স্নেহে দেবী সহ সকল শিক্ষার্থীকে গড়ে তুলতে।"
দেবী ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চায়। তার পিতা স্বপন চৌধুরী অনাদী পেশায় একজন ব্যবসায়ী এবং মা দিপ্তী চৌধুরী গৃহিণী। তারা গোপালগঞ্জ সদরের কাজুলিয়া ইউনিয়নের পিঠাবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। দেবী গোপালগঞ্জ সদরে অবস্থিত টুঠামান্দ্রা সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]