“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ ) ঝিনাইদহ জেলা আজ (৮ মার্চ, বুধবার) আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করে।
সংস্থার জেলা ব্যবস্থাপক কৃষিবিদ কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা ড. অসীম কুমার সাহা।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এই নারীদের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্পিকার, ঝিনাইদহের জেলা প্রশাসক সবাই নারী, “আমরা নারী, আমরাও পারি” এটাই হবে আজকের স্লোগান।
সভাপতি জেলা ব্যবস্থাপক কৃষিবিদ কাজী হাসানুজ্জামান বলেন, নারীদের অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করা সম্ভব। বেগম রোকেয়ার নারী জাগরণের কথাও স্মরণ করেন তিনি।
সংস্থার জেলা কর্মকর্তা, এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা শুরু হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা কর্মকর্তা হুমায়ুন কবির, মোঃ সারওয়ার জাহান, সজীব কুন্ডু, সাদ আহমেদ, ক্লাস্টার অফিসার আব্দুল করিম, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মনিরুজ্জামান, ক্লাস্টার ফ্যাসিলিটেটর জুয়েল রানা, সহাদেব সরকার প্রমুখ।
সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]