এস. এম. শফিক, লক্ষ্মীপুর: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) লক্ষ্মীপুর জেলা অফিসের উদ্যোগে “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)” প্রকল্পের আওতায় আরইএলআই ক্লাস্টার কমিউনিটি সোসাইটি নিয়ে "আরইএলআই জেলা কমিউনিটি সোসাইটি" গঠন করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্ট কনফারেন্স সেন্টারে পরিষদ সভার মাধ্যমে উক্ত জেলা কমিউনিটি সোসাইটি গঠিত হয়।
রায়পুর উপজেলার ০২ নং সোনাপুর ক্লাস্টার সোসাইটির ক্যাশিয়ার জয়া রানী কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আরইএলআই জেলা কমিউনিটি সোসাইটি গঠন বিষয়ক উক্ত পরিষদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াজ হাসান, আঞ্চলিক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), এসডিএফ কুমিল্লা অঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ বজলুর রহমান ভুঁইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক (সাংগঠনিক দক্ষতা উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতা এবং যুব ও কর্মসংস্থান), এসডিএফ কুমিল্লা অঞ্চল।
আরইএলআই জেলা কমিউনিটি সোসাইটি গঠন বিষয়ক উক্ত পরিষদ সভার সভাপতিত্ব করেন মোঃ আহসানুল আলম খন্দকার, জেলা ব্যবস্থাপক, লক্ষ্মীপুর।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় ০৫ বছর মেয়াদি (জুলাই ২০২১ থেকে জুন ২০২৬) এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ছক অনুযায়ী প্রথম প্রজন্মের সংগঠন ০৩ বছর (জুলাই ২০২১ থেকে জুন ২০২৪) পর্যন্ত কাজ করার পর সিডিডি কৌশলের অন্যতম শক্তি কমিউনিটি চালিত উন্নয়নের অংশ হিসাবে পরবর্তী ০২ বছর (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৬) সহ সংগঠনের স্থায়ী কাঠামোর বাস্তব রূপদানের জন্য দ্বিতীয় প্রজন্মের সংগঠন আরইএলআই জেলা কমিউনিটি সোসাইটি ০৩ বছরের জন্য গঠন করা হয়েছে।
আরইএলআই জেলা কমিউনিটি সোসাইটির ০৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন: রাশেদা বেগম, ০৬ নং তোরাবগঞ্জ ক্লাস্টার সোসাইটি, সহ-সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে-হাসিনা আক্তার ও মমতাজ আক্তার, ০৫ নং চর লরেন্স ক্লাস্টার সোসাইটি, ক্যাশিয়ার-জয়া রানী কর্মকার, ০২ নং সোনাপুর ক্লাস্টার সোসাইটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিউলি আক্তার, আমেনা আক্তার, রিতা রানী মজুমদার, মঞ্জুশ্রী ও পহেলী।
এছাড়াও ০৩ সদস্য বিশিষ্ট সোশ্যাল অডিট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক-মারজাহান, অন্য ০২ জন সদস্য- সুমি আক্তার ও কোহিনুর।
কার্যনির্বাহী কমিটিকে অর্থাৎ জেলা সোসাইটিকে বিভিন্ন কাজে সহায়তার জন্য সংগঠন উন্নয়ন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম, অর্থ এবং উৎপাদনকারী দলের জন্য একজন করে ফোকাল পার্সন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য যে, জেলা সোসাইটি গঠনের পূর্বে জেলার ০৩ টি উপজেলার (রায়পুর, কমলনগর ও রামগতি) ০৮ টি ক্লাস্টার নিয়ে পৃথকভাবে আরইএলআই ক্লাস্টার সোসাইটি গঠন করা হয়েছিল। ক্লাস্টার সোসাইটির সদস্যদের নিয়েই আজ জেলা সোসাইটি গঠন করা হয়েছে।
নির্বাচিত কমিটির সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এসডিএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এসডিএফের এই প্লাটফর্মে যুক্ত হতে পেরে অবিভূত, আনন্দিত ও পুলকিত। ভবিষ্যতে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আরইএলআই প্রকল্পের চলমান কাজের স্থায়ী/টেকসই রূপদান করে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে জোরালো ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন নির্বাচিত জেলা সোসাইটি প্রতিনিধিরা। তাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এসডিএফের কাছে প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন এই নেতারা।
উক্ত পরিষদ সভাটি পরিচালনা করেন মোঃ আমিনুল ইসলাম, জেলা কর্মকর্তা (সাংগঠনিক দক্ষতা উন্নয়ন)। অনুষ্ঠানে অন্যান্য জেলা কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্লাস্টার সোসাইটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]