রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এসি বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। এ সময় ভবনটিতে আগুন ধরে য়ায়; পরে দমকলকর্মীরা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের প্রিয়াংকা মার্কেটের পাশে ৩ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫২মিনিটে ঢাকা কলেজের পাশে এসি বিস্ফোরণে ৩ তলা একটি ভবন ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। তবে এ ঘটনার কারণ জানাতে পারেননি তিনি।
এদিকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]