মোস্তাফিজুর রহমান উজ্জল: চারদিনের সফরে ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে এসেছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন। ২০ ও ২১ জানুয়ারী"ফ্যামেলী ও এমপ্লয়মেন্ট বেইজড ইমিগ্রেশন" বিষয়ে তিনটি সেমিনারে বক্তব্য রাখবেন ও অংশগ্রহনকারীদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নিবেন তিনি।
জ্যামাইকার ৮৭-৪১, ১৬৫ স্ট্রিট, নিউ ইয়র্ক -১১৪৩২ ঠিকানায় ২০ জানুয়ারী শনিবার বিকাল তিনটায়, একই দিন রাত ৮টায় ব্রঙ্কস এর স্টারলিংয়ে খলিল হালাল চাইনিজে এবং ২১ জানুয়ারী সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস এর নবান্ন রেষ্টুরেন্ট অনুষ্ঠিতব্য সেমিনারে বক্তব্য রাখবেন অ্যাটর্নি রাজু মহাজন।
রাজু’ল এর নিউইয়র্ক ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ফিরোজ কবীর। যে কোন ধরণের অভিবাসন সেবা পেতে যোগাযোগ করতে পারেন +1 934 345 7003 এই নম্বরে। এছাড়া সরাসরি অফিসে এসেও সেবা নিতে পারেন। নিউইয়র্কের ব্যস্ততম এলাকা জ্যামাইকার ফরেস্ট হিলস টাওয়ারের চতুর্থ তলার স্যুট নম্বর ৪০০ তে এই কার্যালয়।
উল্লেখ্য সাতজন অ্যাটর্নি, এবং ১০০রও বেশী ল’ক্লার্ক ও কেইস ম্যানেজার নিয়ে রাজু’ল, আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশান ল’ফার্ম। এখন পর্যন্ত ইমিগ্রেশন কেইসে রাজু’ল এর সাফল্যের হার ৯৯ শতাংশের ওপরে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে হেড অফিসের পাশাপাশি আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও ঢাকায় ব্রাঞ্চ অফিস রয়েছে রাজু’ল।প্রেস বিজ্ঞপ্তি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]