ওস্তাদ বালা’ সহ ১৭ জন গুণীশিল্পী ৩টি সংগঠন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক।
জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার ২০জন গুণীশিল্পীকে শুক্রবার (২৮ জুলাই) প্রদান করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২০-২০২৩।
জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহের উদ্যোগে বিকাল ৫টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের।
শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মোঃ মুস্তাফিজার রহমানের সভাপতিত্বে ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আরজু পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা সুলতানা মনি এমপি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, জনাব মোঃ সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি বিপিএম, আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা, এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা, মোঃ সারওয়ার জাহান সদস্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ, জ্যোতিকা পাল জ্যোতি পরিচালক গবেষণা ও প্রকাশনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২২ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন, “সম্মাননা ২০২০” বাউল আব্দুল গফুর কন্ঠসঙ্গীত, মোঃ মোজাম্মেল হোসেন মঞ্জু নাট্যকলা, নিরঞ্জন ভৌমিক যন্ত্রসংগীত, বাদল চক্রবর্তী চারুকলা, কিশোরময় ত্রিপুরা ফটোগ্রাফী।“সম্মাননা ২০২১” চয়ন সেন কন্ঠসঙ্গীত, মোঃ কামরুল ইসলাম বাচ্চু নাট্যকলা, হাবিব সারোয়ার যাত্রা, জয়দেব সাহা আবৃত্তি, ময়মনসিংহ সাহিত্য সংসদ আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন।“সম্মাননা ২০২২” মোঃ মোফাজ্জল হোসেন বালা কন্ঠসঙ্গীত, মোঃ বুলবুল আহমেদ নাট্যকলা, হাবিবুল রহমান যাত্রা , মোঃ রেজাউল করিম লোক-সংস্কৃতি, ময়মনসিংহ লোককৃষ্টি সংস্থা সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন।“সম্মাননা ২০২৩” বিজন কুমার তোপদার কন্ঠসংগীত, শাহ মোঃ আলী আজহার নাট্যকলা, তাপস কুমার চক্রবর্তী নৃত্যকলা, নির্মল রবিদাস যন্ত্রসংগীত, অনসাম্বল থিয়েটার আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন।
সন্মাননা শেষে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য এবং সংগীত পরিবেশন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]