নিজস্ব প্রতিনিধি: ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট্ সমিতির আহবানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল দশটায় বাংলাদেশে কেমিন্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম অসিম।
বক্তব্য রাখেন সহ. সভাপতি সিদ্দিকুর রহমান, শেখ রফিকুর রহমান মিন্টু, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, ফিরোজ আহমেদ বাচ্চু, সদস্য এস এম মনিরুল ইসলাম, ঔষধ কোম্পানীর প্রতিনিধি ফোরামের সভাপতি মোখলেছুর রহমান, সদর উপজেলা সভাপতি হামিদুর ইসলাম, সদস্য বিধান চন্দ্র বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান প্রমুখ।
দাবী সমূহের মধ্যে রয়েছে- মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মুল্য সরকার কর্তৃক নির্ধারিত করা, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]