কপোতাক্ষ নদের পানিতে প্রতিবছর এই সময়টিতে লোনা পানির আগমন ঘটে আর কৃষক পর্যায়ে দুশ্চিন্তার অন্ত থাকে না। শুধু কৃষক নয় নদীর উপর নির্ভরশীল মানুষদের এখন চিন্তার অন্ত নেই, তার মধ্যো জেলে সম্প্রদায়ের মানুষরা বেশি দুশ্চিন্তা গ্রস্থ কারণ নদীতে থাকা মিষ্টি পানির মাছ মারা যাবে আর জেলেদের জীবিকা নির্বাহ ব্যাহত হবে। কপোতাক্ষ নদে থাকা সকল প্রকার কচুরি পানা ও মাছ মরে পঁচে নদীর পানি দূষিত হবে, গন্ধ ছড়াবে বাতাসে দুষিত হবে পরিবেশ।
কপোতাক্ষ নদে লোনা পানির আগমনের সাথে সাথে ঘোলা পানির আগমন ঘটেছে, ঘোলা পানি মানেই পলি। পলি মানেই নদের নাব্যতা হারানোর সম্ভবনা। শুধু তাই নয় নদ কেন্দ্রিক মানুষদের ও হতাশার কারণ লোনা পানি। কৃষক ও কৃষি কপোতাক্ষের পানির সাথে ওৎপ্রোত ভাবে জড়িত। সারা বছরের কৃষকের সেচের পানি কপোতাক্ষের পানি দিয়ে মেটায় কিন্তু এই সময়টাতে লোনা পানি আগমনে সব থেকে বেশি ক্ষতি গ্রস্থ হন কৃষকেরা। তাই কৃষকের দুশ্চিন্তার অন্ত নেই। তাই কপোতাক্ষ কেন্দ্রিক মানুষদের বিকল্প সেচ ব্যাবস্থা ভাবা ছাড়া উপায় নেই। সেই সাথে জেলেদের ও বিকল্প আয়ের উৎস খোঁজা ছাড়া উপায় নেই। নদে লোনা পানির আগমনের কারণে মিষ্টি পানির মাছের মৃত্যু ঘটবে, লোনা পানির মাছের দেখা মিলেছে ইতিমধ্যে হরিনা চিংড়ি, কাঁকড়া সহ লোনা পানির মাছ। এমন প্রতিকুল পরিস্থিতি থেকে বাঁচার আকুতি জানিয়েছেন কৃষক ও জেলে সম্প্রদায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]