আমি তাদের কথাই ভাবি, ঐ পথশিশু যারা
পেটের ক্ষুধায় কাতর হয়ে হচ্ছে ওরা সারা।
পার্ক ফুটপাত উন্মুক্ত চত্বরে ঘুরে ফিরে তারা
সুবিধা বঞ্চিত অনাথ ওরা আপন জন হারা।
জীর্ণশীর্ণ শুকনো দেহে ফ্যাল ফেলিয়ে চায়
ক্ষুধার তাড়নায় হাত পাতে যদি কিছু পায়!
তীব্র আকুতি সবার কাছে মিনতি করে যায়
একটু যদি খাবার জোটে সন্তুষ্ট চিত্তে খায়।
অভাগা ওরা স্বজন হারিয়ে বেড়ায় পথে ঘাটে
গাছ তলাতে বিছানা পাতে শোয়া হয় না খাটে।
ময়লা ছেঁড়া বসনে তারা দ্বারে দ্বারে হাঁটে
শীত গ্রীষ্ম ঝড় ঝঞ্ঝায় কষ্টে জীবন কাটে।
একটু খানি সাহায্য পেলে মুখে হাসি ফোটে
মলিন চোখে ঘুরে বেড়ায় উদোম গায়ে ছোটে।
ঠোকর খেয়েই চলে তবু চিন্তা করে না মোটে
সবার কাছে পাতে হাত যেটুকু ভাগ্যে জোটে।
বিনা কারণে সবাই মারে পায় যে কত সাজা!
একটু সমাদরে মনে হয় তারাই পথের রাজা।
পথ শিশুরা খুবই অসহায় পেপারে কত পড়ি!
সাহায্যের হাত বাড়িয়ে তাদের সুন্দর করে গড়ি।
কবি:
ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]