তুমি আমার হৃদয়ের আকাশে এক ফালি চাঁদ,
এক হাসিতেই ম্লান হয়েছে উঁচু নিচু খাদ।
এই আঙিনায় এসেছিলে তুমি কোন এক রাতে,
সবই আছে আগের মতোই তুমি নেই সাথে।
সেদিনের সেই সলজ্জ হাসি আজো মনে পড়ে,
মেঘলা আকাশে ম্লান চন্দ্রিমা স্মৃতির পাতা নড়ে।
স্বল্প আলোকে মুকুলিত হাসি পুষ্প যেন ফোটে,
অদৃষ্টের ইচ্ছায় পেলে অনুকম্পা স্বপ্ন জেগে ওঠে।
বনেদি ভঙ্গিতে নিবেদন করি যত প্রেম গাঁথা,
দুরন্ত অভিলাষে অক্ষম প্রয়াস নিত্য লাগে ব্যথা।
সুগম্ভীর কায়ার দ্বিধান্বিত মুঠোয় স্বপ্ন আশা জপী,
চাপা আর্তনাদে ক্ষুধার গর্জন কার পানে সঁপি!
হিরন্ময় দীপ্তে মুখরিত চোখে হঠাৎ বৃষ্টি নামে,
অচেনা ষ্টেশনে জীবনের ট্রেন কবে জানি থামে!
দুস্তর প্রান্তরে উদাম-দিগম্বরে একা পড়ে থাকি,
বুঝেছি এবার সহস্র ঐকতানে বুকে ধরে রাখি।
মন রাঙিয়ে রক্তিম প্রান্তরে একা ভাবি বসে,
ঈশান কোণে কালো আঁধার বৃষ্টি এলো কষে।
কবি:
ডা. গোলাম রহমান (ব্রাইট)
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
তারিখ- ১৩/০৭/২০২০ ইং
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]